Wednesday 11 March 2020

ছোট খামার শুরু করতে পারলে তা বড় খামারে রুপান্তর করতে বেশিদিন লাগবে না।

গ্রামে-গঞ্জের ভাই বোনেরা যারা এখনো বেকার রয়েছেন তাদের জন্য আজকের এই লিখাটি।মনোযোগ দিয়ে পড়লে হয় তো এই লিখাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
আপনার/আপনাদের যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলেই আপনি এই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবেন।
আমি ছোট একটা উদাহরণ দিই। যদি আপনি ১০ হাজার টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি একটি ছোট-খাট হাঁস-মুরগীর খামার শুরু করতে পারেন। বর্তমানে ডিমের জন্য খাকি ক্যাম্পল হাঁসের খামার খুব জনপ্রিয় অথবা দেশি হাঁস -মুরগির ডিমের খামার করতে পারেন। 
একটা ৮০-১০০ ডিমের ইনকিউবেটর কিনে বা নিজে বানিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। প্রথমে স্বল্পপরিসরে শুরু করতে হবে যেমন ১০০ হাঁস অথবা ১০০ মুরগী দিয়ে শুরু করতে পারেন। হাঁসের জন্য ছোট-খাট জলদ্বারের ব্যবস্থা থাকতে হবে। ১০০ খাকি ক্যাম্পবেল হাসের খামার হতে প্রতিদিন ৭০/৮০ ডিম পেতে পারেন।
ছোট খামার শুরু করতে পারলে তা বড় খামারে রুপান্তর করতে বেশিদিন লাগবে না।
বেকার ভাই-বোনদের অনুরোধ করছি বসে না থেকে আজই এরুপ কিছু শুরু করুন।মনে রাখবেন
পথে নামলে পথই পথ দেখায়।
লিখাটি ভাল লাগলে শেয়ার করবেন
হইতো আপনার একটি শেয়ারই আপনার কাছের কোন বেকার ভাই-বোনদের কর্মের সুযোগ সৃষ্টি করতে পারেন।

No comments:

Post a Comment